Health Tips Diabetes, মধুমেহ রোগের কারণ ও উপসর্গ গুলি কী...?

Diabetes,মধুমেহ রোগের কারণ:- 

কারন:-  (1) ইনসুলিনের কম ক্ষরণে বা জিনগত কারণে বা ভাইরাস সংক্সমণে অগ্ন‍্যাশয়ের আইলেট্ স অফ ল‍্যাঙগারহ‍্যান্স-এর বিটা কোশ ধ্বংসপ্রাপ্ত হয়ে, ইনসুলিন ক্ষরণ বণ্ধ হলে এই রোগ হয়। (2) আবার অনেক সময় বয়সকালে কলাকোশের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা লোপ পায়। এর ফলেও এই রোগ হয়।

উপসর্গ:-  (1) রক্তে শর্করার মাএা স্বাভাবিকের থেকে অনেক বৃদ্ধি পায়।একে হাইপারগ্লাইসেমিয়া বলে। (2) প্রতি 100 ml রক্তে শর্করার মাএা 180 mg-এর অধিক হলে, মূএের মাধ্যমে অধিক মাএায় শর্করা নির্গত হয়, একে গ্লুকোসুরিয়া বলে। (৩) কোশ গ্লুকোজ ব‍্যবহার করতে না পারায় পেশির ফ‍্যাট ও প্রোটিনের বিপাক ঘটে। ফলে দেহের ওজন হ্রাস পায়। (৪) এ ছাড়াও হৃৎপিন্ড, স্নায়ু ও বৃক্কজনিত বিভিন্ন সমস‍্যা দেখা যায়।
                                                        ধন্যবাদ,
www.healthtips166.blogspot.com
Gmail- biswadipghosh99@gmail.com
    
 -----------------------------------------------------------
       

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.

মানব বিকাশের বিভিন্ন দশা, 1) সদ‍্যজাত(Newborn), 2) শৈশব(Childhood), 3) বয়ঃসন্ধি (Adolescence), 4) পরিণত দশা (Mature), 5) বার্ধক‍্য বা অন্তিম পরিণতি দশ (Old age or late mature phase), Phases of human development.