Health Tips Diabetes, মধুমেহ রোগের কারণ ও উপসর্গ গুলি কী...?

Diabetes,মধুমেহ রোগের কারণ:- 

কারন:-  (1) ইনসুলিনের কম ক্ষরণে বা জিনগত কারণে বা ভাইরাস সংক্সমণে অগ্ন‍্যাশয়ের আইলেট্ স অফ ল‍্যাঙগারহ‍্যান্স-এর বিটা কোশ ধ্বংসপ্রাপ্ত হয়ে, ইনসুলিন ক্ষরণ বণ্ধ হলে এই রোগ হয়। (2) আবার অনেক সময় বয়সকালে কলাকোশের ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা লোপ পায়। এর ফলেও এই রোগ হয়।

উপসর্গ:-  (1) রক্তে শর্করার মাএা স্বাভাবিকের থেকে অনেক বৃদ্ধি পায়।একে হাইপারগ্লাইসেমিয়া বলে। (2) প্রতি 100 ml রক্তে শর্করার মাএা 180 mg-এর অধিক হলে, মূএের মাধ্যমে অধিক মাএায় শর্করা নির্গত হয়, একে গ্লুকোসুরিয়া বলে। (৩) কোশ গ্লুকোজ ব‍্যবহার করতে না পারায় পেশির ফ‍্যাট ও প্রোটিনের বিপাক ঘটে। ফলে দেহের ওজন হ্রাস পায়। (৪) এ ছাড়াও হৃৎপিন্ড, স্নায়ু ও বৃক্কজনিত বিভিন্ন সমস‍্যা দেখা যায়।
                                                        ধন্যবাদ,
www.healthtips166.blogspot.com
Gmail- biswadipghosh99@gmail.com
    
 -----------------------------------------------------------
       

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

About Drug induced psychosis

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.