Diabetes Insipidus. বহুমূএ রোগের কারণ ও উপসর্গ গুলি কি কি।
Diabetes Insipidus বহুমূএ রোগের কারণ ও উপসর্গ গুলি হল:- বহুমূএ রোগের কারন:- হাইপোথ্যালামাসে টিউমার, আঘাত বা এনকেফ্যালাইটিস-এর প্রভাবে বা অন্য কোনো কারণে ADH-এর ক্ষরণ হ্রাস পেলে অথবা বৃক্কীয় নালির ADH-এর প্রভাবে কাজ না করলে এই রোগ হয়। বহুমূএ রোগের উপসর্গ :- 1) বৃক্কীয় নালিকাতে জলের পুনঃবিশোষণ হ্রাস পাওয়ায় কম ঘনত্বযুক্ত তরল মূএ সৃষ্টি হয়। 2) মূএের পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পায়। দিনে প্রায় 10 L মূএ তৈরি হয়। ফলে বারেবারে প্রস্রাব পায়। 3) প্রচুর জল বেরিয়ে যাওয়ায় দেহে জলাভাব বা ডিহাইড্রেশান এবং অতিরিক্ত জলতেষ্টা বা পলিডিপসিয়া অবস্থার সৃষ্টি হয়।