মানব বিকাশের বিভিন্ন দশা, 1) সদ‍্যজাত(Newborn), 2) শৈশব(Childhood), 3) বয়ঃসন্ধি (Adolescence), 4) পরিণত দশা (Mature), 5) বার্ধক‍্য বা অন্তিম পরিণতি দশ (Old age or late mature phase), Phases of human development.

            মানব বিকাশের বিভিন্ন দশা (Phases of human development)

 সময়ের সঙ্গে মানুষের জৈবিক, মানসিক ও আবেগ-সংক্সান্ত পরিবর্তনকে মানব বিকাশ বলা হয়। মানব বিকাশকে প্রধানত পাঁচটি দশায় বিভক্ত করা যায়। এই দশাগুলি হল---সদ‍্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত দশা এবং অন্তম পরিণতি দশা বা বার্ধক‍্য।

1) নবজাত বা সদ‍্যজাত (Newborn):-  ভ্রূণের প্রসব থেকে প্রথম মাস পর্যন্ত সময়কালকে বলে সদ‍্যজাত। এই দশায় সদ‍্যজাতদের বেশকিছু পরিবর্তন দেখা যায়। যেমন---1) এই সময়ে মায়ের মুখে, প্রাথমিক বর্ণ, শব্দ, আলো প্রভৃতি চিনতে পারে। 2) কান্না হল এদের একমাএ মনের ভাবপ্রকাশের উপায়। 3) জন্মর ঠিক পর দেহের ওজন সামান‍্য হ্রাস পেলেও তারপরে বৃদ্ধি দ্রুতগতিতে ঘটে।


2) শৈশব (Childhood):-  জীবনের দ্বিতীয় মাস থেকে 10 বছর বয়স অবধি সময়কালকে বলে শৈশব। শৈশবকালে মানুষের যেসব শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়, সেগুলি হল----1) সদ‍্যজাতর তুলনায় মাথার আকার দেহের সাপেক্ষে ছোটো হয়, তবে হাত-পা তুলনামূলক বেশি বৃদ্ধি পেতে থাকে। 2) শিশুর বৃদ্ধি মাঝারি মাএায় ঘটে। 3) ধীরে ধীরে চেষ্টীয় ক্সীয়াগুলি (যেমন--লেখা, দৌড়ানো) বিকশিত হয়। 4) শিশুদের বুদ্ধি, স্মৃতি, সমস‍্যা সমাধানের দক্ষতা ক্সমশ বাড়তে থাকে। 5) ভয়,আনন্দ প্রভৃতি আবেগের বহিঃপ্রকাশ শুরু হয়। পক্ষন্তরে অন‍্যের জন‍্য চিন্তা করার মতো সূক্ষ্ম অনুভূতির বিকাশ ধীরে হয়। 

  
3) বয়ঃসন্ধি (Adolescence):- শৈশব ও পরিণত দশার অন্তর্বর্তী পর্যায় থেকেই হল বয়ঃসন্ধি। এর সময়কাল 10-19 বছর (WHO অনুযায়ী )। তবে সকলের ক্ষেত্রে বয়ঃসন্ধি একই সময়ে আসে না। ব‍্যক্তি, লিঙ্গ, পরিবেশ ও অঞ্চলভেদে বয়ঃসন্ধির আগমনের সময় ভিন্ন হয়। যৌন হরমোনের প্রভাবে সাধারণত 10-12 বছর বয়স থেকেই কিছু শারীরিক ও মানসিক পরিবর্তনের বহিঃপ্রকাশ শুরু হয়। যেমন--1) দ্রত দৈহিক বৃদ্ধি ঘটে। 2) যৌন চেতনার উন্মেষ ঘটে। 3) বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়। 4) মনোযোগ, চিন্তাশক্তি, স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা ও বুদ্ধির দ্রুত বিকাশ ঘটে। 5) এই বয়সে ঝুঁকি নেওয়ার প্রবণতাও যথেষ্ট বৃদ্ধি পায়।

4) পরিণত দশা (Mature):-  19 বছর থেকে 60 বছর বয়স পর্যন্ত সময়কালকে সামগ্রিকভাবে পরিণত দশা বলে গন‍্য করা হয়। এই সময়ে--1) দৈহিক বৃদ্ধি বয়ঃসন্ধির তুলনায় হ্রাস পায়। 2) মানুষের নিজের ও তার পরিবার সম্পর্কে চিন্তা-ভাবনা ও দায়িত্ব বৃদ্ধি পায়। 3) জীবন সম্বন্ধে অভিঞ্জতা ক্সমশ বাড়তে থাকে।


5) বার্ধক‍্য বা অন্তিম পরিণতি দশা (Old age or late mature phase):- বার্ধক‍্য দশায় জীবদেহের কর্মক্ষমতা ক্সমশ হ্রাস পেতে থাকে।এটি মানব জীবনচক্সের অন্তিম দশা। সাধারণত 60 বছরের ঊর্ধ্বে ব‍্যক্তিরা এই দশার অন্তর্ভুক্ত হন। এই দশায়---1) অস্থ ও অস্থিসন্ধি ক্ষয় পেয়ে যথাক্সমে অস্ট্রিওপোরোসিস ও অস্টিওআর্থ্রাইটিস রোগ দেখা দেয়। 2) দৃষ্টিশক্তি হ্রাস, চুলের ধূসর বর্ণ, ত্বকের কুঞ্চন, রক্তচাপ বৃদ্ধি, কানে কম শোনা প্রভৃতি সমস‍্যা বৃদ্ধি পায়। 3) ব‍্যক্তিরা স্মৃতি হ্রাস, অবসাদ, হীনমন‍্যতা প্রভৃতি মানসিক সমস‍্যার শিকার হয়।

      www.healthtips166.blogspot.com
 ----------------------------------------------------------

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.