Most Importance Health Tips Goiter গলগন্ড রোগের কারণ ও উপসর্গ কী।

Most Importance Health Tips Goiter গলগন্ড রোগের কারণ ও উপসর্গ কী:- থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক বৃদ্ধি ঘটলে, সেই অবস্থাকে গলগন্ড বলে। থাইরক্সিন হরমোনের কম ক্ষরণ ও অধিক ক্ষরণ, উভয় অবস্থাতেই গলগন্ড হয়। থাইরক্সিনের কম ক্ষরণে সাধারণ গলগন্ড ও অধিক  ক্ষরণে বহিঃচক্ষু গলগন্ড হয়।

গলগন্ড রোগের উপসর্গ গুলি হল:-বহিঃচক্ষু গলগন্ডের ক্ষেএে--1) রোগীর থাইরয়েড  গ্রন্তির অস্বাভাবিক বৃদ্ধি ঘটে ও গলা ফুলে যায়। 

2) অক্ষিগোলক অক্ষিকোটর ছেড়ে বেরিয়ে এসে 'বিস্ফারিত নেএ' অবস্তা সৃষ্টি করে। 

3) মানসিক অস্থিরতা, দেহের ওজন হ্রাস পায়। সাধারণ গলগন্ডের ক্ষেএে---1) থাইরয়েড গ্রন্থির অতিরিক্ত বৃদ্ধির ফলে গ্রীবা অঞ্চল স্ফীত হয়। 2) শ্বাসকার্যের অসুবিধা ও খাদ‍্য গলাধঃকরণে সমস‍্যা দেখা যায়।

Comments

Popular posts from this blog

About Drug induced psychosis

রসুন খাবার নিয়ম:Garlic Eating Rules.

What is tulsi good for.দৈনন্দিন জীবনে তুলসীর গুণা-গুণ।