অতিবেগুনি রশ্মি, X -রশ্মি ও Y -রশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব।
◆অতিবেগুনি রশ্মি, X -রশ্মি ও Y -রশ্মির ব্যবহার এবং ক্ষতিকারক প্রভাব। ☆ Uses and harmful effects of ultraviolet rays, X-rays and Y-rays. ☆ पराबैंगनी किरणों के प्रभाव से खुद को बचाने के तरीके पर एक नज़र डालें ___________________________________ ◆ অতিবেগুনি রশ্মির ব্যবহার:- ১. জীবাণুনাশক কাজে ব্যবহার করা হয়। ২. রত্ন, ঘি প্রভৃতির বিশুদ্ধতা নির্ণয়ে ব্যবহার করা হয়। ৩. অতিবেগুনি রশ্মি ভিটামিন D উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। ৪. ত্বকের কিছু সংক্সমণ যেমন- সোরিয়াসিস চিকিৎসায় ব্যবহার করা হয়। ◆ অতিবেগুনি রশ্মি ক্ষতিকারক দিক গুলো হলো:- বেশি পরিমাণে অতিবেগুনি রশ্মি আপতিত হলে অন্ধত্ব বা ত্বকের ক্যানসার হতে পারে। ◆ X -রশ্মি র ব্যবহার:- ১. হাত, পা, মাজা বা মানুষের শরীরের যেকোনও হাড় ভেঙেছে কিনা তাদেখার জন্য X -রশ্মি ব্যবহার করা হয়। দাঁতের ভিতরের গঠন জানার জন্যেও X -রশ্মি ব্যবহার করা হয়। ২. বিভিন্ন রোগের কারণ অনুসন্ধান ও ক্যানসারের চিকিৎসায় X -রশ্মি ব্যবহার করা হয়। ৩. কেলাসিত পদার্থের গঠন জানার জন্যেও এই X -রশ্মি ব্যবহার করা ...