কি কারণে হতে পারে ফুসফুসে ক্যানসার...?
ফুসফুসে ক্যানসারের কারণ:-
ক্যানসার রোগটি জিন ও পরিবেশগত কারণের সমন্বয়ে ঘটে। যে সমস্ত পরিবেশগত অধিবিষ মানবদেহে ক্যানসার সৃষ্টি করতে সক্ষম, তাদের কারসিনোজেন বলে। কারসিনোজেনগুলি অনেকক্ষেএে মানব জিনকে ক্যানসার সৃষ্টির জন্য সক্সিয় জিন বা অঙঙ্কোজিন-এ পরিবর্তিত করে।
(i) জমিতে ব্যাবহারিত কীটনাশক ও আগাছানাশক রাসায়নিক পদার্থ গুলি মানুষের শরীরে ক্যানসার সৃষ্টির অন্যতমো কারণ।
(ii) তেজস্ক্রিয় পদার্থ, খনিতে কর্মরত শ্রমিকরা র্যাডন নামক তেজস্ক্রিয় গ্যাসের সংস্পর্শে এলে তাঁদের ফুসফুসের ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে।
(iii) ধূমপান, ফুসফুস ক্যানসারের মূল কারণ হল সক্সিয় ও নিস্ক্রিয় ধূমপান। সিগারেট বা বিড়ির ধােঁয়ায় অসংখ্য কারসিনোজেন পাওয়া যায় ( যেমন--অ্যাসিটালডিহাইড, ভিনাইল ক্লোরাইড, ফরম্যালডিহাইড ইত্যাদি )।
(iv) তামাক সেবন, নিয়মিতভাবে তামাক চিবোলে মুখের অভ্যন্তরে ক্যানসার হওয়ার সম্ভাবনা থাকে।
---------------------------------------------------------
Comments