Posts

Showing posts with the label Health Tips Dwarfism

Health Tips Dwarfism,Dwarf বামনত্ব রোগের কারণ ও উপসর্গ গুলি কী...?

Image
Dwarfism,Dwarf বামনত্ব রোগের কারণ ও উপসর্গ:-  কারণ:-  শৈশবে STH বা GH-এর কম ক্ষরণে এই রোগ হয়। পিটুইটারি গ্রণ্থি নিঃসৃত হরমোন:- পিটুইটারি গ্রণ্থির দুটি খন্ডক, (১) অগ্র পিটুইটারি বা অ‍্যাডেনোহাইপোফাইসিস, যা ACTH, GH, TSH, GTH, (FSH, LH, ICSH, LTH,) হলমোন ক্ষরণ করে। উপসর্গ:-    (১) দেহের স্বাভাবিক বৃদ্ধি, বিশেষত হাড় ও পেশির বৃদ্ধি ব‍্যাহত হয়। (২) পরিণত দশায় দেহের উচ্চতা ৩ ফুট মতো হয়। (৩) যৌবন বিকাশের সময়কালে বা বয়ঃসণ্ধি বিলম্বিত হয়। (৪) দেহের আন্তরযন্ত্রের বিকাশ হ্রাস পায়। (৫) BMR ওমানসিক সক্রিয়তা স্বাভাবিক থাকে।       www.healthtips166.blogspot.com