বিভিন্ন গাছ থেকে প্রস্তুত ওষুধ.
চিকিৎসায় ব্যবহৃত বিভিন্ন গাছ থেকে প্রস্তুত ওষুধ :-
চিকিৎসায় ব্যবহৃত বহু ওষুধ হল জীবজাত। সিনকোনা গাছের ছাল থেকে তৈরি কুইনাইন ম্যালেরিয়ার ওষুধরূপে, সর্পগন্ধা গাছের মূলের ছাল থেকে প্রাপ্ত রেসারপিন উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে, ধুতুরা ফলের বীজ থেকে প্রাপ্ত ডাটুরিন হাঁপানির ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। তুলসী, কালমেঘ, নিম প্রভৃতি ভেষজ উদ্ভিদগুলিও বিভিন্ন ওষুধ প্রস্তুতিতে সাহায্য করে। পেনিসিলিয়াম-সহ অন্যান্য উপকারী ছএাক, ব্যাকটেরিয়া এবং বিভিন্ন প্রাণীর উপাদানও ওষুধ প্রস্তুতিতে ব্যবহার করা হয়।
Comments