হার্ট অ‍্যাটাকের লক্ষণ ও পরামর্শ.

হার্ট অ‍্যাটাকের লক্ষণ ও পরামর্শ:-

◆ বুকের বাঁ দিকে ব‍্যথা। গলার দু'পাশে চেপে ধরার অনুভূতি। চোয়ালে ব‍্যথা। বুকের ঠিক নিচে পেটের মাঝখানে ব‍্যথা। পিঠ ও দুই কাঁধের হাড়ের মধ‍্যে ব‍্যথা। বাহু ও হাতে ব‍্যথা। এই ব‍্যথা, দুই হাতে বা এক হাতেও হতে পারে।
তবে এই লক্ষণ মানেই হার্ট অ‍্যাটাকের লক্ষণ নয়। যদি এই সব লক্ষণের সঙ্গে ঘাম দিতে থাকে তবে তা হার্ট অ‍্যাটাকের সম্ভাবনাকে অনেক বাড়িয়ে দেয়। বাড়িতে এইসব লক্ষণ কারও দেখা দিলে প্রথমেই রোগীকে শুইয়ে দেবেন। গরমকালে হয়ে দরজা জানালা খুলে দিন। তবে শীতকালে হলে দরজা জানালা না খুলে আস্তে করে ফ‍্যান চালিয়ে দিন। কোনও তরল পানীয় খাওয়ানোর চেষ্টা করবেন না। ঘরে সরবিট্রেট ট‍্যাবলেট থাকলে জিভের তলায় দিতে পারেন।তবে এ ধরনের রোগীকে বেশিক্ষণ ঘরে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে নিয়ে যাওয়া দরকার।



Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

About Drug induced psychosis

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.