Posts

Showing posts with the label ব্রংকাইটিস(Bronchitis) কী এবং এই রোগ কেনো হয় মানুষের.

ব্রংকাইটিস(Bronchitis) কী এবং এই রোগ কেনো হয় মানুষের.

ব্রংকাইটিস(Bronchits) কী কেনো হয় মানুষের:-  ◆ব্রংকাইটিস(Bronchitis):-  ব্রংকাইটিস হল শ্বাসতন্ত্রীয় রোগ, যাতে ফুসফুসের ব্রংকাস ও ব্রংকিওলগুলির শ্লেষ্মাপর্দায় প্রদাহ ঘটে। এই রোগে প্রবল কাশি ও কাশির সঙ্গে কফের নির্গমন, দমবন্ধভাব, শ্বাসে ঘড়ঘড় শব্দ, নাক ও সাইনাস অবরুদ্ধ হয়। ব্রংকাইটিস আবার দু-প্রকার যথা---তীব্র ব্রংকাইটিস এবং দীর্ঘকালীন ব্রংকাইটিস। ◆ব্রংকাইটিস(Bronchitis)রোগের কারণ:- ব্রংকাইটিসের মূল কারণ ভাইরাস বা ব‍্যাকটেরিয়া হলেও পরিবেশদূষণ রোগটি সৃষ্টি ও বৃদ্ধিতে বিপজ্জনক ভূমিকা নেয়। এর পরিবেশগত প্রধান কারণগুলি হল--- (১) রাসায়নিক দূষক:-  বিভিন্ন রাসায়নিকের সূক্ষ্মকণা, যেমন---অ‍্যাসবেসটস-এর সূক্ষ্ম গুঁড়ো, কয়লা, তুলো, ল‍্যাটেক্স, সিলিকাতন্তু প্রভৃতি মিশ্রিত ধুলোর প্রভাবে ব্রংকাইটিস রোগ দেখা যায়। (২) ধোঁয়া:-  দীর্ঘকালীন বা ক্সনিক ব্রংকাইটিসের প্রধিন কারণ হল ধোঁয়া। সিগারেটের ধোঁয়া, দমকলকর্মী ও ঝালাইকর্মীদের কাজের সময়ে নির্গত ধোঁয়া থেকে এই রোগটির সৃষ্টি হয়। মূলত শ্লেষ্মা এবং আবরণী কলার সিলিয়াগুলির সমস্ত ধুলোবালি ও অন‍্যান‍্য অ‍্যালারজেনকে শ্বাসনালী থেকে বের হতে স...