আগুনে পোড়া, কেটে যাওয়া ইত্যাদি দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা ঘড়ে বসে.
আগুনে পোড়া, কেটে যাওয়া ইত্যাদি দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা :-
বিভিন্ন রকমের দুঘাটনা প্রতি মুহূর্তে ঘটতে পারে। কোন দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারখানা বা হাসপাতালে যোগাযোগ করা উচিৎ। প্রাথমিক অবস্থায় কিছু কিছু চিকিৎসা ঘরে বসেই করা যায়। দুর্ঘটনা জনিত কয়েকটি চিকিৎসার কথা আলোচনা করা হল।
◆আগুনে পোড়া◆
চিকিৎসা:- পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে কেরোসিন তেল লাগালে জ্বালা কমে এবং ফোস্কা পড়ে না। পুঁই পাতার রস দিলে তাড়াতাড়ি ঘা শুকিয়ে যায়। পোড়া জায়গায় সঙ্গে সঙ্গে আলু থেতো করে লাগালেও জ্বালা যন্ত্রণা কমে।
আগুনে পুরলে কি খাবেন,আর কি খাবেন না:- আগুনে পোড়া রোগীকে ঘি খাওয়ানো উচিত। আর টক খাওয়ানো উচিত নয়।
◆কেটে যাওয়া◆
চিকিৎসা:- পাথরকুঁচি পাতা বেটে লাগালে রক্ত পড়া বন্ধ হয়, ক্ষতস্থান জোড়া লাগে এবং ঘা শুকিয়ে যায়। দুর্বা বা গাঁদা ফুলের পাতা বেটে লাগালেও উপকার হয়।
------------------------------------------------------------
https://icmr.nic.in/sites/default/files/whats_new/ICMR_testing_update_21April_9PM_IST.pdf
Comments