অ্যাজমা বা হাঁপানি(Asthma) রোগের কিছু পরিবেশগত কারণ আর কিছু মনুষ্যসৃষ্টির কারণ.
অ্যাজমা বা হাঁপানি(Asthma) রোগের কারণ:-
◆শ্বাসবায়ুর গুণগতমান হ্রাস পাওয়ায় মানুষের শ্বসনতন্ত্রে বিভিন্ন রোগ দেখা যায়। বিশ্ব অ্যাজমা দিবস 5 মে।
অ্যাজমা বা হাঁপানি(Asthma):- অ্যাজমা একটি দীর্ঘকালীন শ্বাসতন্ত্রীয় রোগ যাতে শ্বাসনালী, প্রদাহজনিত কারণে স্ফীত হয়ে বায়ুচলাচলের পথ রুদ্ধ করে ও শ্বাসকষ্টসহ অন্যান্য সমস্যার সৃষ্টি হয়। এই রোগে কাশি, শ্বাসকষ্ট, হাঁচি, বুকে চাপ ও দমবন্ধ হয়ে আসা প্রভৃতি অনুভূত হয়।
(১) রোগের পরিবেশগত কারণ:- প্রকৃতিতে অবস্থিত বিভিন্ন অ্যালারজেন (যে উপাদানগুলি অ্যালার্জি তৈরি করতে সক্ষম)-এর সংস্পর্শে রোগটি বৃদ্ধি পায়। যেমন---উদ্ভিদের পরাগরেণু, প্রাণীর মল, ছএাক, ধুলো প্রভৃতি।
এ ছাড়া বিভিন্ন প্রকার গৌণদূষক, যেমন---ওজোন, ফরম্যালডিহাইড, PAN প্রভৃতি অ্যালারজেনের প্রভাব বাড়িয়ে দিয়ে অ্যাজমার প্রকোপ বৃদ্ধি করে।
(২) মনুষ্য এই রোগটি কি ভাবে সৃষ্টি কারছে:-
কলকারখানা বা গৃহে কয়লা, তেলের দহনে সৃষ্ট ধোঁয়া, কারখানায় সৃষ্ট সালফার ডাইঅক্সাইড(SO²), নাইট্রোজেনের অক্সাইড(NOX) প্রভৃতি অ্যাজমার প্রভাব বাড়ায়।
---------------------------------------------------------
Comments