Posts

Showing posts with the label থ‍্যালাসেমিয়া রোগ কেন হয়

থ‍্যালাসেমিয়া রোগ কেন হয়, এই রোগের লক্ষণ গুলো কী কী...?

থ‍্যালাসেমিয়া(Thalassemia) রোগ কেন হয়, এই রোগের লক্ষণ গুলো কী:- মানব পপুলেশনে দেখা যায় এমন একটি জিনঘটিত রোগ, যার নাম হল-থ‍্যালাসেমিয়া। আমেরিকান চিকিৎসক থমাস বেনটন (Thomas Benton Cooley) সর্বপ্রথম 1925 খ্রিষ্টাব্দে শিশুদেহে b থ‍্যালাসেমিয়া মেজর রোগটিকে বর্ননা করেন 'এরিথ্রোব্লাস্টিক অ‍্যানিমিয়া' রোগরূপে। কিন্তু তাঁর নামানুসারে b থ‍্যালাসেমিয়া মেজর নামক রোগটি কুলির অ‍্যানিমিয়া (Cooley's anaemia) নামে বতর্মানে পরিচিত  থ‍্য লাসেমিয়া (Thalassemia):- থ‍্যালাসেমিয়া মানুষের একটি বংশগত রোগ যাতে রক্তের অক্সিজেন বহনকারী হিমোগ্লোবিন উৎপাদনে এুটি অথবা ঘাটতি দেখা যায়। এর ফলে রোগীর দেহে রক্তাল্পতা বা অ‍্যানিমিয়া দেখা দেয় ও অক্সিজেন পরিবহণে বিঘ্ন সৃষ্টি হয়। থ‍্যালাসেমিয়া প্রধানত দুই প্রকার হয়। যেমন-- আলফা থ‍্যালাসেমিয়া (a-thalassemia): মূলত দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ‍্যপ্রাচ‍্য, চিন ও আফ্রিকা অঞ্চলে বেশি দেখা যায়। বিটা থ‍্যালাসেমিয়া (b-thalassemia): ভূমধ‍্যসাগরীয় অঞ্চলে এর প্রাদুর্ভাব বেশি দেখা যায়। রোগের তীব্রতা অনুযায়ী থ‍্যালাসেমিয়া আবার দুইভাগে বিভক্ত। a এবং b থ‍্যালাসেমিয়া উ...