Posts

Showing posts with the label ভীতি বা ফোবিয়া কী। 63 Most Commoon Phobia.

ভীতি বা ফোবিয়া কী। 63 Most Commoon Phobia.

ভীতি বা ফোবিয়া:- ফোবিয়া বলতে বোঝায় কোন বস্তু বা পরিস্থতি সম্পর্কে অকারণ ভীতি। সাধারণত যে ফোবিয়াগুলো চোখে পড়ে, সেগুলি হল অন্ধকার, উঁচু জায়গা, ভিড়, গভীরতা, উঁচু জায়গা, বিদ‍্যুৎ চমকানো অথবা  কুকুর, বেড়াল, সাপ ইত্যাদি সম্ফন্ধে ফোবিয়া বা ভীতি। মনস্তত্ত্ব বিশারদদের মতে ফোবিয়া এক ধরনের মনোবিকার। ___________________________________ ☆ 63 Most Commoon Phobia. আচুলোফোবিয়া- অন্ধকার অ‍্যাকাউস্টিকোফোবিয়া- শব্দ অ‍্যাক্রোফোবিয়া- উচ্চতা গায়নোফোবিয়া- মহিলা  হেমাটোফোবিয়া- রক্ত  হেলমিনথোফোবিয়া- কীট এরোফোবিয়া- বায়ু অ‍্যাগোরাফোবিয়া- খোলা জায়গা এলুরোফোবিয়া- বিড়াল  অ‍্যালগোফোবিয়া- যন্ত্রণা অ‍্যামাথোফোবিয়া- ধুলো অ‍্যান্ড্রোফোবিয়া- বহু মানুষ অ‍্যানথ্রোপোফোবিয়া-মানুষ অ‍্যারাকনোফোবিয়া- মাকড়সা অ‍্যাস্ট্রাফোবিয়া- বিদ‍্যুৎ চমকানো অটোমিসোফোবিয়া- নোংরা  ব‍্যারোফোবিয়া- মাধ‍্যাকর্ষণ বাথোফোবিয়া- গভীরতা ব্রনটোফোবিয়া- ঝড় শিমাইফোবিয়া- ঠান্ডা  ক্রোমেটোফোবিয়া- অর্থ কোইটোফোবিয়া- যৌন মিলন সাইনোফোবিয়া- কুকুর  ডেমোফোবিয়া- জনতা ডেনড্রোফোবিয়া- গাছ ডারমেটোফোবিয়া- ত্ব...