প্রস্রাবে জ্বালা ও যন্ত্রণা কি কারনে হয়। এই রোগের লক্ষণ, চিকিৎসা।

প্রস্রাবে জ্বালা ও যন্ত্রণা থেকে মুক্তি পান:-

এই রোগের লক্ষণ:- রাতজাগা, মদ‍্যপান, উগ্র ঔষধের অপব‍্যবহার, প্রভৃতি কারণে এই রোগ হয়। জ্বর, বমি, অল্প প্রস্রাব, প্রস্রাবের সময় জ্বালা ও বেদনা, প্রস্রাবের সঙ্গে রক্ত, কোমরে ও শিরদাড়ায় বেদনা, অন্ডকোষ লাল হওয়া প্রভৃতি প্রধান লক্ষণ। 

প্রস্রাবে জ্বালা ও যন্ত্রণার চিকিৎসা:- কাঁচা আমলকর রস 2 চামচ, কাঁচা হলুদের রস ১ চামচ এবং ১ চামচ মধু মিশিয়ে খেতে হবে সকালে খালি পেটে। রোজ একবার করে      পরপর 10 দিন।

রোগের প্রবল অবস্থায়, ঘোল, সাগু, বালি প্রভৃতি দিতে হবে। রোগের সর্ব অবস্থায় মিছরীর সরবত উপকারী। এই রোগের বিশ্রাম একান্ত প্রয়োজন। কোমরে সেঁক দিলে উপকার হয়।

Visit National Cybercrime Reporting Portal (https://cybercrime.gov.in)  of MHA for reporting of all types of cybercrime.

Novel Coronavirus spread can be stopped.
Cover your mouth properly while coughing & sneezing. Wash hands with soap frequently. Avoid touching your eyes, nose & mouth.
Avoid close contact with anyone with cough,fever or difficulty in breathing
If required contact nearest health facility or dial helpline No. 01123978046

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.

মানব বিকাশের বিভিন্ন দশা, 1) সদ‍্যজাত(Newborn), 2) শৈশব(Childhood), 3) বয়ঃসন্ধি (Adolescence), 4) পরিণত দশা (Mature), 5) বার্ধক‍্য বা অন্তিম পরিণতি দশ (Old age or late mature phase), Phases of human development.