সুস্থ থাকতে নটের শাকের উপকারিতা।
সুস্থ থাকতে নটের শাকের উপকারিতা:-
সুস্থ থাকতে নিয়মিত খান নটেশাক। নটের শাকের এমন কিছু উপকারিতা আছে, যেগুলো জানার পর সকলেই তাদের নিয়মিত খাদ্যের তালিকায় রেখেছেন নটের শাক।
২. যদি নটের শাক টানা ১ বছর, প্রতিদিন ভাত দিয়ে খান তাহলে স্তন্যদুগ্ধ বৃদ্ধি করে।
৩. নিয়ম করে ১ বছর নটের শাক ভাজা খান তাহলে কুষ্ঠ রোগ, শরীর জ্বালা, লিভার ওপিওের অসুখেও উপকার দেয়।
৪. গরমকালেও বর্ষাকালে প্রতিদিন নিয়ম করে ভাতের সঙ্গে নটেশাক ভাজা, চচ্চড়ি, বা ঘন্টখেলে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সব রকম বিষের ক্রিয়া নাশের পক্ষেই নটেশাক হল সবচেয়ে সুলভ, সস্তা, সহজ অব্যর্থ ওষুধ।
৫. নটে শাক বা কাঁচা নটের মূল বা শিকড় পিষেজলে সেদ্ধকর সেই নটেশাকের সঙ্গ ২ চা চামচ মধু এবং ভাতের ফ্যান ৮ চা চামচ মিশিয়ে খেলে মেয়েদের সব রকমের প্রদর রোগ সারে।
৬. আগুনে পোড়া ঘা বা ব্রণতে নটে শাকের রস ৭ দিন লাগালে ঘা বা ব্রণ সেরে যায়।
৭. নটের শাকের পুলটিস তৈরী করে ফোড়ার ওপর ৫ দিন বাঁধলে ফোড়া তাড়াতাড়ি পেকে ফেটে যায়। ফোলার ওপর নটে শাক বা বাটার প্রলেপ লাগালে ফোলা কমে।
৮. ১ চা চামচ নটে শাকের শিকড়ের চূর্ণ (গুঁড়ো) ১ চামচ মধু মিশিয়ে ৪ বার ১৫ মিনিট পর পর করে খেলে শরীর থেকে ইঁদুরের বিষ নেমে যায়।
৯. ১ চামচ নটে শাকের রসে ১ চামচ চিনি মিশিয়ে খেলে বিছের কামড়ের বিষও নেমে যায়।
I recommend Aarogya Setu app to fight against COVID19. Please download and share it using this link.
Comments