ওজোন স্তরের ধ্বংসের ক্ষতিকর প্রভাব মানুষ ও উদ্ভিদের ওপর।
मनुष्यों और पौधों पर ओजोन परत की कमी के हानिकारक प्रभाव।
Harmful effects of ozone layer depletion on humans and plants.
ওজোন স্তরের ধ্বংসের ক্ষতিকর প্রভাব মানুষ ও উদ্ভিদের ওপর।
পরিবেশ সম্পর্কিত সমস্যা (Environmental Problems)
সমস্যা( Problem )
1. ওজোন স্তর ক্ষয় ( Ozone Hole )প্রভাব ( Effect )
1. পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, আর বিভিন্ন রোগসৃষ্টি করছে মানুষের শরীরে, উদ্ভিদের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলছে, বারিমন্ডলের ওপর ক্ষতিকারক প্রভাব ফেলছে, জলবায়ুর ওপর ক্ষতিকারক প্রভাব ফেলছে।
মন্ট্রিল প্রোটোকল (Montreal Protocol)
ওজোন স্তরের ক্ষয় হ্রাসের জন্য ১৯৮৭ সালে এই 'বহুদেশীয় চুক্তি ' স্বাক্ষরিত হয়। এর মূল বিষয়বস্তু-- (১) ১৯৯৫-এর মধ্যে CFC-এর ব্যবহার ৫০% কমানো হবে।
(২) ২০০০ সাল নাগাদ CFC-এর ব্যবহার সম্পুর্ণ বন্ধ হবে।
(৩) ক্লোরিন-জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো হবে ও ২০০০ সাল নাগাদ সম্পুর্ন বন্ধ হবে।
(২) ২০০০ সাল নাগাদ CFC-এর ব্যবহার সম্পুর্ণ বন্ধ হবে।
(৩) ক্লোরিন-জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমানো হবে ও ২০০০ সাল নাগাদ সম্পুর্ন বন্ধ হবে।
◆ ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব মানুষের ওপর:-
(১) চামড়ার ক্যানসার, মেলানোমা হতে পারে।
(২) চোখের ছানি পড়াতে পারে।
(৩) চামড়া পুড়ে রং তামাটে হয়ে যেতে পারে।
(৪) প্রজনন ক্ষমতা ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়।
◆ ওজোন স্তর ধ্বংসের ক্ষতিকর প্রভাব উদ্ভিদের ওপর:-
(১) সালোকসংশ্লেষ প্রক্সিয়া ব্যাহত হবে ফলে শস্যের উৎপাদন কমে যাবে।
(২) পাতা বিবর্ণ হয়ে যাবে।
(৩) বীজের অঙ্কুরোদ্ গম প্রক্সিয়া বিঘ্নিত হবে।
◆ বারিমন্ডলের ওপর ক্ষতিকারক প্রভাব :-
সমুদ্রে ফাইটোপ্ল্যাঙ্কটনের সালোকসংশ্লেষ প্রক্সিয়া লক্ষণীয়ভাবে কমে যাবে, ফলে যেসব সামুদ্রিক মাছ ও প্রাণী ফাইটোপ্লাঙ্কটন খেয়ে জীবনধারণ করে তাদের বিনাশ ঘটবে।
◆ জলবায়ুর ওপর ক্ষতিকারক প্রভাব :-
UV-রশ্মি সরাসরি ভূপৃষ্ঠে আপতিত হলে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যাবে, জলাশয়ের জল দ্রুত বাস্পীভূত হয়ে যাবে এবং জলবায়ুর পরিবর্তন ঘটবে।
_______________________________________
Comments