অনিদ্রা রোগের লক্ষণ-Insomnia Disease-अनिद्रा रोग।

Symptoms Of Insomnia

Symptoms:- 

In most cases, insomnia is a symptom of insomnia. The cause of this disease is mental tension, cerebral hemorrhage, consumption of stimulants, overeating or fasting. From insomnia.


Treatment:-

If you meditate for 5 minutes before going to sleep, you will get special benefits in insomnia.

Boil 10 grams of Brahmishak in 2 cups of water, take 1 cup in 1 cup and take it regularly in the morning, it will cure insomnia.

Or you cen eat 2 teaspoons of succulent vegetable juice, you will benefit from eating it every morning on an empty stomach for 15 consecutive days. Or you can cook vegetables regularly and eat them with rice.

If you have trouble sleeping at night. After 30 minutes of eating rice or something else in Rai, drink 1 glass of milk and go to sleep.

In the daytime, you should apply coconut oil on your head and take a bath in cold water.


Don't eat:-

Eating volatile products such as meat, eggs, onions, garlic, etc. It prohibited. Cold things should be eaten.



অনিদ্রা-Insomnia-अनिद्र

লক্ষণ:-

অনিদ্রা অধিকাংশ ক্ষেত্রে অন‍্য রোগের উপসর্গ মাএ। মানসিক টেনশন, মস্তিষ্কের রক্তাধিক‍্য, উওেজক দ্রব‍্য সেবন, অতিরিক্ত ভোজন বা উপবাস এই রোগের কারণ। থেকে অনিদ্রা রোগ জন্মায়। 

চিকিৎসা:-

ঘুমাতে যাওয়ার আগে ৫ মিনিট ধ‍্যান করলে বিশেষ উপকার পাবেন অনিদ্রা রোগে।

ব্রাহ্মীশাক ১০ গ্রাম ২ কাপ জলে সিদ্ধ করে ১ কাপ হলে নামিয়ে ছেঁকে নিয়মিত সকালে ২ চামচ করে খেলে অনিদ্রা রোগ সেরে যাবে। কিমবা আপনি শুষনী শাকের রস ২ চামচ করে খেতে পারেন, রোজ ভোরবেলাই খালি পেটে পর পর ১৫ দিন খান উপকার পাবেন। অথবা রোজ ভাতের সঙ্গে শুষনীর শাক রান্না করেও খেতে পারেন।

শুষনি শাক ২৫ গ্রাম ৪ কাপ জলে সেদ্ধ করে ২ কাপ হলে ঐ জল ছেঁকে ১ কাপ দুধ নিয়ে নিয়মিত ২ চামচ করে সন্ধ‍্যেবেলা খাওয়া উচিত।এটি করলে অনিদ্রা রোগে বিশেষ উপকার পাওয়া যায়।

ঠিক মতো রাতে ঘুম না হওয়ার সমস্যা দেখা দিলে। রাএিতে ভাত বা অন্য কিছু খাওয়ার ৩০ মিনিট পর ১ গ্লাস দুধ খেয়ে ঘুমাতে জান দেখুন ভাল ঘুম হবে।

দিবেলায় মাথায় ভাল করে নারিকেল তেল মেখে ঠাণ্ডা জলে স্নান করা উচিত, এটা করলেও ভালো ঘুম হয়।

কি কি খাবার খাবেন না:- 

উওেজক দ্রব‍্য যেমন- মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি খাওয়া নিষেধ। ঠান্ডা জাতীয় জিনিস খাওয়া উচিত।

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.

মানব বিকাশের বিভিন্ন দশা, 1) সদ‍্যজাত(Newborn), 2) শৈশব(Childhood), 3) বয়ঃসন্ধি (Adolescence), 4) পরিণত দশা (Mature), 5) বার্ধক‍্য বা অন্তিম পরিণতি দশ (Old age or late mature phase), Phases of human development.