অতিরিক্ত রক্তচাপ হলে কি খাবেন।
What to eat if you have high blood pressure.
Eggs:- There is no fear of cholesterol if you eat eggs without yolk.The whith part of the egg is rich in protein. Today's heart specialists say to eat eggs two days a week, heart patients should eat more vegetables with eggs.
1. Do not eat more than 2-3 grams of salt per day.
2. Eat fresh fruits, vegetables and green leafy foods.
3. Eat whole wheat.
4. Eat foods rich in bananas,lentils and vitamin E.
5. Soybeans and lentils are vegetable proteins that ate good for health.
6. Eat tofu or soybean curd-milk.
Meat:- Rabbit meat is low in fat,chicken is low in fat,and goat meat is low in fat once a week.Be sure to consult a doctor before eating anything.
অতিরিক্ত রক্তচাপ হলে কি খাবেন...?
ডিম:- কুসুম বাদ দিয়ে ডিম খেলে কোলেস্টেরলে কোন ভয় নেই। ডিমের সাদা অংশ প্রোটিন ভরপুর। এখনকার হার্ট স্পেশালিস্টরা সপ্তাহে দুই দিন ডিম খেতে বলেন, হার্টের রুগীদের ডিমের সাথে শাকসব্জী বেশি খেতে হবে।
∆ রোজ ২-৩ গ্রামের বেশি নুন খাবেন না।
∆ টাটকা ফল শাকসব্জী-সবুজ পাতা যুক্ত খাবার খান।
∆ ভূষিশুদ্ধ গম খান।
∆ কলা, ছোলা-ভিটামিন 'ই' সমৃদ্ধ খাবার খান।
∆ সয়াবিন-ছোলা এগুলো ভেজিটেবল প্রোটিন এগুলি স্বাস্থের পক্ষে ভালো।
∆ টোফু বা সয়াবিনের দই-দুধ খান।
মাংস:- খরগোশ-এর মাংসে ফ্যাট কম, চিকেন এ ফ্যাট কম, কচিপাঁঠার মাংসে(ফ্যাটশূন্য) সপ্তাহে একদিন খাওয়া চলে। অবশ্যই যেকোনো জিনিস খাবার আগে ডাক্তার বাবুর কাছে পরামর্শ নিন।
I recommend Aarogya Setu app to fight against COVID19. Please download and share it using this link.
Comments