কিডনি,লিভার,পেটের অসুখে যোগাসন।

কিডনি,লিভার,পেটের অসুখে যোগাসন।

পেট ভালো থাকার সঙ্গে সুস্বাস্থের সম্পর্ক আছে। পেট ভালো থাকলে শরীর, মন, মেজাজ -সবই ভালো থাকে। তার জন‍্য প্রয়োজন নিয়মিত যোগাভ‍্যাসের যোগাসন অনেকটা প্রফেসর শঙ্কার 'মিরাকিউরল' বড়ির মতো-সর্বরোগহরা। আমাদের পূর্বপুরুষ, মুনি-ঝষিরা প্রণাম করার যে রীতি স্থির করে গিয়েছেন, তা কিন্তু পেটের রোগের কথা মাথায় রেখেছে। 

পেটের সমস‍্যায় আসন:- বেশ কয়েকটি আসন আছে, যেগুলির পেটের বিভিন্ন রোগ নিরাময় করার ক্ষমতা আছে। যেমন বজ্রাসন, সুপ্তবজ্রিসন, পবনমুক্তাসন, পশ্চিমোওানাসন, মাগুুকাসন, যোগমুদ্রা প্রভৃতি। 

কিডনির সমস‍্যায় আসন:- কিডনির সমস‍্যা প্রতিরোধে যে আসনগুলি কাজে লাগে, সেগুলি হল- বৃক্ষাসন, পশ্চিমাোওানাসন, সুপ্ত বজ্রাসন, উৎকটাসন, এিকোণাসন, অর্ধমৎস‍্যেন্দ্রাসন, কপোতাসন প্রভৃতি।

লিভারের জন‍্য আসন:- লিভারকে ভালো রাখতে নিম্নলিখিত আসনগুলি করা যেতে পারে। অর্ধকূর্মাসন, একপদ শিরাসন, বদ্ধ পদ্মাসন, চক্রাসন, ময়ূরাসন (লিভার বড় হলে বা উচ্চ রক্তচাপ ে ময়ূরাসন অভ‍্যেস করা উচিৎ  নয়) প্রভৃতি।

What are the side effects of tulsi/Is tulsi a medicinal plant.দৈনন্দিন জীবনে তুলসীর গুণা-গুণ।
Link:-


কয়েকটি  আসনপদ্ধতি:- অর্ধকূর্মাসন: বজ্রাসনে (হাঁটু ভেঙে পায়ের পাতা ভুড়ে গোড়ালি ফাঁক না করে তার ওপর নিতম্ব রেখে বসুন। হাঁটু দু'টি পাশাপাশি জোড়া থাকবে। শিরদাঁড়া সোজা থাকবে। দুই হাত দু' হাঁটুর ওপর থাকবে)। বসে দু'হাত মাথার উপর তুলে ধীরে ধীরে সামনে ঝুঁকে মাথা ও হাত মাটিতে ঠেকাতে হবে।

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

About Drug induced psychosis

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.