মদ‍্যপানের কারণে লিভারের সমস‍্যা।

মদ‍্যপানের কারণে লিভারের সমস‍্যা...?

Liver problems due to alcohol...?

পেট ভালো তো সব ভালো...!

The Stomach is good, everything is good.

৯০ থেকে ১০০ শতাংশ মানুষ যাঁরা নিয়মিত অত‍্যধিক মদ‍্যপান করেন তাঁরা ফ‍্যাটি লিভারের সমস‍্যায় এবং ১০ থেকে ৩৫ শতাংশ মানুষ অ‍্যালকোহল জনিত হেপাটাইটিসে আক্রান্ত হন। আবার মানুষ অ‍্যালকোহল জনিত হেপাটাইটিসে আক্রান্ত হন। আবার তাঁদের মধ্যে ৫ থেকে ১৫ শতাংশ মানুষের লিভারে সিরোসিস হয়। পুরুষের তুলনায় মহিলা ও যাঁরা আগে থেকেই হেপাটাইটিস সিরদ্ধারা আক্রান্ত তাঁরা অল্প মদ‍্যপান করলেই তাঁদের লিভারে নানাবিধ সমস‍্যা শুরু হয়।

About 90 to 100 percent of people who regularly drink heavily suffer from fatty liver problems, and 10 to 35 percent suffer from alcoholism hepatitis.

অ‍্যালকোহল কীভাবে লিভারের ক্ষতি করে তা বর্তমান উচ্চপ্রযুক্তির গবেষণার দ্ধারা সহজেই জানা বা বোঝা যায়। মদ‍্যপানের জন‍্য কার কতটা ক্ষতি হবে তা তিনটে শারীরিক কারণের ওপর নির্ভর করে। ১) শরীরে অ‍্যালকোহল ভাঙার উৎসেচকের মাএা। ২) লিভারে সক্রিয় কোষের সংখ‍্যা। ৩) অ‍্যালকোহল থেকে উদ্ভূত কোমোকাইন (বিষাক্ত পদার্থ) শরীরে কতটা উৎপন্ন হচ্ছ তার ওপর।

How Alcohol damages the liver is easily understood or understood by current high-tech research trends. The extent to which alcohol causes harm depends on three physical factors.1) Alcohol in the body depends on the breakdown enzyme. 2) Number of active liver cells. 3) Depending on how much alcohol is produced in the body.

বর্তমানে একটি স্কোর আছে। যার নাম গ্লাসগো অ‍্যালকোহলিক হেপাটাইটিস স্কোর। এর সাহায্যে চিকিৎসকরা নিখুঁতভাবে বুঝতে পারেন মদ‍্যপানজনিত কারণে লিভারের কতটা ক্ষতি হয়েছে।

There is currently a score. Whose name is Glasgow Alcoholic Hepatitis Score. With the help of this, Doctor can understand exactly how much damage has been done to the liver due to alcohol. 

কোনও রোগী যদি দীর্ঘসময় ধরে সম্পূর্ণ মদ‍্যপান বন্ধ রাখেন ও পুষ্টিকর খাবার খেতে শুরু করেন তাহলে লিভারের ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমানো যেতে পারে।

If a patient stops drinking completely for a long time and start eating nutritious food, the amount of liver damage can be reduced to some extent. 

তবে রোগী যদি নিয়মিত মদ‍্যপান চালিয়েই যান তাহলে শেষ পর্যায়ে লিভার প্রতিস্হাপন ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে লিভার প্রতিস্থাপন করার আগে অন্তত ছয় মাস তাঁকে মদ‍্যপান থেকে বিরত থাকতেই হবে, তা নাহলে আইনগতভাবে প্রতিস্থাপন করা যাবে না। কারণ সুস্থ হওয়ার পর তিনি পুনরায় মদ‍্যপান শুরু করলে অপারেশনটা বৃথা হয়ে যায়।

However, if the patient continuse to drink alcohol regularly, then there is no other option but to have a liver transplant in the last stage. However, he must abstain from alcohol for at least six months before having a liver  transplant, otherwish he cannot be legally transplant. Because after he recovered, he started drinking again and the operation was in vain. 

আমাদের শরীরে অ‍্যালকোহলিক ডিহাইড্রোজিনেস নামক একটি উৎসেচক থাকে। এর কাজ হল অ‍্যালকোহল শরীরে প্রবেশের পর তাকে ভেঙে দেওয়া।এই উৎসেচক যাঁদের শরীরে অত‍্যন্ত বেশি পরিমাণে থাকে, তাঁদের অত‍্যধিক মদ‍্যপানেরও প্রাথমিকভাবে তেমন ক্ষতি হয় না। পুরুষেদের তুলনায় মহিলাদের শরীরে এই উৎসেচক কম থাকার জন‍্য তাঁরা অল্প পানেই কাবু হয়ে পড়েন এবং লিভারে খুব তাড়াতাড়ি ক্ষতিকর প্রভাব পড়ে। 

Our Body contains an enzyme called alcohol dehydrogenase. Its job is to break down alcohol after it has entered the body. People who have too much of this enzyme in their body are not initially harmed by too much alcohol. Due to the low levels of this enzyme in the body of women compared to men, they become overwhelmed with a small amounts of water and have a detrimental effect on the liver very quickly.

কীভাবে বুঝবেন:- অতিরিক্ত দুর্বলতা ও ক্ষুধামান্দ‍্য, সঙ্গে ওজনও কমবে। 

How to understand:- Excessive weaknesa, o Hungry, With weight loss.

কী কী পরীক্ষা করতে হবে:- লিভার ফাংশন টেষ্ট, ইমিউনোগ্লোবিউলিন- 'এ' এবং 'জি', সুগার, ট্রাইগ্লিসারাইড, ইউরিক অ‍্যাসিড, পটাশিয়াম, ম‍্যাগনেশিয়াম, ফসফরাস, টিসিডিসি ও প্লেটলেট।

What to check:- Liver funcation test, Immunoglobulin - 'A' and 'G', Sugar, Triglycerides, Uric acid, Potassium, Magnesium, Phosphorus, TCDC, And Platelets. 

তারপর:- রিপোর্ট হাতে পাওয়ার পর যদি দেখা যায়, এসজিপিটির থেকেও এসজিওটি বেশি (সাধারণত এসজিওটি ৫০০-র চেয়ে কম এবং এসজিপিটি ২০০-র নীচে থাকে), জিজিটি ও অ‍্যালকালাইন ফসফটেজ বেশি এবং রক্তকণিকায় হিমোগ্লোবিন কম ও শ্বেতকণিকা বেড়েছে, তাহলে বোঝা যাবে লিভার বেশ ভালো মাএায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ক্ষতির পরিমাণ আরও বাড়লে বিলিরুবিন ও পিটাইম বেড়ে যায়, কমে যায় অ‍্যালবুমিন। রোগ ধরার সঙ্গে সঙ্গে মদ‍্যপান বন্ধ করতে হবে। তারপর দেখতে হবে রোগী লিভারের অন‍্য কোনও অসুখ যেমন হেপাটাইটিস বি বা সি অথবা অটো ইমিউন ডিজিজ দ্ধারা আক্রান্ত কি না। এছাড়া এই সময় লিভারে অতিরিক্ত লৌহকণিকাও জমতে শুরু করে। সেদিকেও নজর রাখতে হবে। বেশি ক্ষতিগ্রস্ত হওয়া লিভারের চিকিৎসায় স্টেরয়েড ও পেন্টক্সিফাইলিন জাতীয় ওষুধ খুব ভালো কাজ দেয়। তবে কোনও ওষুধই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনও ব‍্যবহার করা উচিৎ নয়। কারণ রোগের প্রকৃতি ও রোগ লক্ষণ দেখেই চিকিৎসক ওষুধের ডোজ নির্বাচন করেন। তাই মনে রাখবেন, নিজের ইচ্ছা মতো ওষুধ খেলে প্রাণসংশয় হতে পারে। 

Then:- If seen after receiving the report, SGOT is higher than SGPT (SGOT is usually less than 500 and SGPT is below 200), GGT and alkaline phosphatase are high and hemoglobin in blood cells is low and leukocytes are high, Then it will be understood that the liver has been damaged in a very good way. Then as the amount of damage increases, bilirubing and pituitary increases, and albumin decreases. Alcohol should be stopped as soon as the disease is caught. The patient should then be examined for any other liver disease such as B or C or autoimmune disease. Also during this time excess iron particles begin to accumulate in the liver. We have to keep an eye on that too. Medications such as steroids and pentoxifylline work very well to treat the most damaged liver. However, it should never be used without the advice of a pharmacologist. Because the docter selects the dose of the drug based on the nature of the disease and the symptoms. So remembered, Taking drugs as you wish can lead to death. 

এবার আসি খাবারের কথায়। ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে ভিটামিন এ, সি, কে, ই, ক‍্যালশিয়াম, ম‍্যাগনেশিয়াম ও সিলিনিয়াম আছে এমন খাদ‍্য গ্রহণ করুন। 

Now let's talk about food. Consult foods thak contain vitamins A, C, K, E, Calcium, Magnesium and selenium in consultation with a dietitian.

শরীরচর্চা কম হচ্ছে। ফ‍্যাটি লিভারকে নিয়ন্ত্রণে আনতে নিয়মিত হাঁটতে হবে। মাস্ক পরে হাঁটলে জোরে নয় ধীরে ধীরে দুই থেকে তিন কিমি হাঁটুন। 

Exercise is getting less. You need to walk regularly to control your fatty liver. If You walk after the mask, walk slowly for two to three km, not loudly.

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

About Drug induced psychosis

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.