Karpur.কর্পূর এর গুরুত্বপূর্ণ কিছু ব্যবহার।
Karpur,কর্পূর এর কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার.
জিভে ঘা হলে জলের সঙ্গে কর্পূর গুলে জিভ বা মুখ ধুয়ে ফেললে জিভের ঘা ভালো হয়। জলের সঙ্গে কর্পূর মিশিয়ে মাথায় ঘষলে খুসকির হাত থেকে মুক্তি পাওয়া যায়।
সর্দিএবং জ্বরের পক্ষে কর্পূর তেল খুব ভাল। 50 গ্রাম সরষের তেলে 20 গ্রাম কর্পূর মিশিয়ে তেল তৈরী হয়।
বাগানেকর্পূর মিহি গুঁড়ো করে ছড়িয়ে দিলে অনেক পোকা-মাকড়ের হাত থেকে নিশ্চিত উপকার পাওয়া যায়। গাছের কোন ক্ষতি হয় না।
বর্ষাকালেঘন্টাখানেক দরজা জানালা বন্ধ থাকলে ঘরে যে দুর্গন্ধ হয় সেই গন্ধের হাত থেকে মুক্তি পেতে হলে ঘরের কোনে কয়েক টুকরো কর্পূর ছড়িয়ে রাখতে হবে।
যেআলমারীতে রূপোর বাসন থাকে, তাতে একটুকরো কর্পূর রেখে দিলে রূপোর পালিশ চকচকে থাকে।
জানালারকাঁচ পরিস্কার করতে কর্পূর আদর্শ জিনিষ।
✍www.healthtips166.blogspot.com✍
Comments