Ashwagandha Health Benefits Dosage. বিভিন্ন রোগে অশ্বগন্ধার ঔষধি গুনা-গুন

Most Importance Health Tips    Ashwagandha Health Benefit &          Dosage:-

অশ্বগন্ধা:- দুর্বল শিশুর জন‍্য চামচের আধচামচ অশ্বগন্ধার গুড়ো ইষৎ উষ্ণ গরম জলের সঙ্গে রোজ ১বার করে খেতে হবে ১মাস।
অনিদ্রায়:- চায়ের চামচের ২ চামচ অশ্বগন্ধার গুঁড়ো, দুধ ও চিনি মিশিয়ে খেতে হবে ২/৩ দিন।
স্বপ্নদোষে, ২ চামচ অশ্বগন্ধার গুঁড়ো গরম দুধে মিশিয়ে খেতে হবে রাএে শোবার সময়।১৫ দিন।
বাতপিওে, ১ চামচ অশ্বগন্ধার গুঁড়ো সামান‍্য তিল সহ চিবিয়ে খেতে হবে রোজ ১ বার করে ৭ দিন।
শ্বাসরোগে, ১ চামচ অশ্বগন্ধা গুঁড়ো, ১ চামচ মধু, ১ চামচ গাওয়া ঘি একএে মিশিয়ে খেতে হবে সকালে
টিফিনের পর প্রতিদিন ১ বার করে ১ মাস।


                      

Comments

Popular posts from this blog

থ‍্যালাসেমিয়া রোগের জেনেটিক কাউন্সেলিং (Autosomal disease thalassemia and genetic counselling)

জীববৈচিত্র্যের হটস্পট(Biodiversity hotspot) কাকে বলে, ভারতের(India) হটস্পট অঞ্চল কত গুলো.

মানব বিকাশের বিভিন্ন দশা, 1) সদ‍্যজাত(Newborn), 2) শৈশব(Childhood), 3) বয়ঃসন্ধি (Adolescence), 4) পরিণত দশা (Mature), 5) বার্ধক‍্য বা অন্তিম পরিণতি দশ (Old age or late mature phase), Phases of human development.