Posts

Showing posts from December, 2020

fatty liver heart disease. ফ‍্যাটি লিভার, হার্টের সমস‍্যা।

ফ‍্যাটি লিভার, হার্টের সমস‍্যার মতো বিভিন্ন রোগ শরীরে বাসা বাঁধার পিছনে দায়ী থাকে খাদ‍্যাভ‍্যাস। Eating habits are responsible for various diseases like fatty liver and heart problems. खाने की आदते फैटी लीवर और दिल की समस्याओ जैसे विभिन्न रोगो के लिए जिम्मेदार है। সকালে চা ও বিস্কুট খেয়ে কাজে বেরিয়ে যায়। দুপুরের খাবারের কোনও সঠিক সময় থেকে  না। আবার রাতেও খাবারের কোনও নির্দিষ্ট সময় নেই। এই কারণেই গ‍্যাস ও অ‍্যাসিডিটির আশঙ্কা অনেকাংশে বাড়ে। তাই ব্রেকফাস্টে একটু ভারী খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। এরপর দুপুরে যে সময় খান না কেন, রোজ ওই সময়েই খাবার খাওয়ার চেষ্টা করতে হবে। কোনও দিন অফিসের চাপ ও ব‍্যস্ততার কারণে ওই সময়ে খাবার খেতে না পারলে, বিস্কুট বা অন‍্য কোনও খাবার টুক করে খেয়ে নিতে হবে। নির্দিষ্ট  সময়ে খাবার অভ‍্যেস গড়তে পারলে পেটের সমস‍্যা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব। পানীয় জলের গুণগত মান:- পেটের সমস‍্যার আরও একটি বড় কারণ জল। এখন তো ঘরে বসেই অনলাইনে অর্ডার দিলে বাড়িতে খাবারের প্লেট হাজির হয়ে যায়। কিন্তু ওইসব ঝল-মশলাযুক্ত খাবার হজম হতে সময় লাগে। তাই যে কোনও তেল মশলাদার খাবার খাও...

কিডনি, লিভার, পেটের অসুখে যোগাসন।

কিডনি, লিভার, পেটের অসুখে যোগাসন। Yoga for kidney, liver and stomach ailments.  गुर्दे, जिगर और पेट की बीमारियो के लिए योग। কিডনি, লিভার, পেটের অসুখে যোগাসন:-   পেট ভালো থাকার সঙ্গে সুস্বাস্থের সম্পর্ক সর্বজনবিদিত। আবার নিয়মিত  ব‍্যায়ামের সঙ্গে পেটের স্বাস্থ‍্যের সরাসরি সম্পর্ক আছে। পেট ভালো থাকলে শরীর, মন, মেজাজ-সবই ভালো থাকে। তার জন‍্য প্রয়োজন নিয়মিত যোগাভ‍্যাসের। যোগাসন অনেকটা প্রফেসর শঙ্কুর 'মিরাকিউরল' বড়ির মতো--সর্বরোগহরা। আমাদের পূর্বপুরুষ, মনি-ঋষিরা প্রণাম করার যে রীতি স্থির করে গিয়েছেন, তা কিন্তু পেটের রোগের কথা মাথায় রেখেছে। পেটের সমস‍্যায় যোগাসন:-   বেশ কয়েকটি যোগাসন আছে, যেগুলির পেটের বিভিন্ন রোগ নিরাময় করার ক্ষমতা আছে। যেমন বজ্রাসন, সুপ্তবজ্রাসন, পবনমুক্তাসন, পশ্চিমোওানাসন, মাগ্মুকাসন, যোগমুদ্রা প্রভৃতি। কিডনির সমস‍্যায় যোগাসন:-   কিডনির সমস‍্যা প্রতিরোধে যে যোগাসনগুলি কাজে লাগে, সেগুলি হল- বৃক্ষাসন, পশ্চিমোওানাসন, সুপ্ত বজ্রাসন, উৎকটাসন, এিকোণাসন, অর্ধমৎস‍্যেন্দ্রাসন, কপোতাসন প্রভৃতি। লিভারের জন‍্য যোগাসন:-  লিভারকে ভালো রাখতে নিম্নলিখিত যোগাসন...